সাহিত্য

ফখরুল হাসানের দুটি কবিতা

বলিরেখা ঠোঁটে রোদসূত্র

Advertisement

আঙুল ছুঁয়ে থাকা চায়ের কাপ পরিমিত বৃত্ত।রক্তরং বলিরেখা ঠোঁটে টলমল করে সুরার নহর!পানপাত্রে ঠোঁটের আলতো স্পর্শে হয় জলোৎসব; ঠোঁটের স্পর্শে কাপ পায় তৃপ্তির পরিপূর্ণ স্বাদ।লোভের তাবৎ ইশারা ঢেকে রাখে কামনার চোখ জলজ সকাল, নিমগ্ন বিকালে, যত সব অপেক্ষাঅবেলায় বলিরেখা ঠোঁটে অলৌকিক রোদসূত্রে জুয়াড়িমন অপলক চেয়ে থাকে কামজল ঠোঁটে।

****

যেদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

Advertisement

আমার শেষ গোসলের আগে আসবে কি তুমি প্রিয়তমা চিরনিদ্রায় শায়িত হবার পর দেখতে পারবে না আমায়যন্ত্রণা সয়ে সয়ে প্রেমের দেহ চিরতরে মিশে যাবে মাটিতেমৃত ছায়াপুরুষের লাশে রেখো না ক্ষোভ যাকে ঢেকে দেবে পাটিতে প্রেমিক পুরুষের মরণের পর ভুলে যেও সব অভিমান খবর পেলে একবার হলেও কবরে এসো শুধু এই আহ্বান।

এসইউ/এমএস