ধারা-উপধারা মানিনি, ভেঙেছি অসুর
Advertisement
শিমুল বাগানে শালিকের মুখেবাংলাদেশকৃষ্ণচূড়ার টিয়ার মুখেপলাশ বনে দোয়েলের সুরে সুরেবাংলাদেশ বাংলাদেশ।
তর্জনীর ঝলক দেখেছি,শত্রুর প্রতি ঘৃণার লালা ঝরিয়েশরীরে মেখেছি নোনা ঘামমুষ্টিবদ্ধ হাতের শৃঙ্খলেদুর্বার প্রতিরোধ, অন্যায়ের ব্যারিকেডধারা-উপধারা মানিনি, ভেঙেছি অসুরএনেছি স্বাধীনতা।
অগ্নিঝরা মার্চে স্বাধীনতার ঘোষণাডিসেম্বরে মহাকাব্যের আত্মপ্রকাশ।
Advertisement
****
জানোয়ারদের পরাজিত করেছি
উদার আকাশ ছিঁড়ে গিয়েঝরে পড়েছে বৈষম্য—বিপন্ন মানবতা, অধিকার।
যুদ্ধের কথা, রক্তের কথামনে আছে—জানোয়ারদের পরাজিত করেছিএ বুঝেই শান্তি পাই।
Advertisement
আমাদের পতাকার রংসবুজ আর লাল।
এসইউ/জিকেএস