জরার জীবন
Advertisement
অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে ভালো লাগে না আমার কেউ আমাকে মৃত্যু সংবাদ শুনিও না আর কী লাভ জানিয়ে এমন কতো কে আছে খবর জানি না তার সবাই এমনই থাকুক অজানা।
****
বাবা
Advertisement
এত দিনে শিখে গেছি একা থাকাএকা একা খেলা করা একা কথা বলাশিখে গেছি একা একা পথ চলাএত দিনে শিখে গেছি ঘুম থেকে জেগে ওঠাএকা একা ছুটে চলাপথ মাড়িয়ে উড়িয়ে ধুলাএকা একা গান গাওয়াএকা একা নাও বাওয়াএকা একা নাওয়া খাওয়াএকা একা হাটে যাওয়াএকা একা সব কিছুই শিখে গেছিতুমি ছাড়া।
****
যে শব্দ হয়নি বলা
যে শব্দটি সারাজীবন লালন করেছি হৃদয়ে কাউকে বলবো বলে, বলা হলো না শব্দটি নিয়ে বড় হতে থাকি, স্কুল-কলেজ মাদ্রাসা পার হই পুল সাঁকো ব্রিজ কালভার্ট পার হই বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকি আমি এই শব্দের যন্ত্রণায় ঘর ছেড়েছি কতবার পাহাড়ে চড়েছি, সমুদ্রে দিয়েছি সাঁতার আকাশে উড়েছি পাতালে ডুবেছি যুদ্ধে নেমেছি পতাকা এনেছি রাস্তা বানিয়েছি দীর্ঘ প্রাসাদ বানিয়েছি, অট্টালিকা বানিয়েছি তাজমহল বানিয়েছি কত শব্দটা বলা হলো না আর
Advertisement
****
বন্ধন
তিনি আটকালেন ভাঙনআজ নদী চলে শান্ত স্থিরগন্তব্যে অধীরপাথরে বাঁধলেন যিনি।
নদীর মন বোঝে এক নারীনদীও বোঝে নারীর মন।
নদী এক নারী,যে বাঁধে সে তারই
নদী ও নারী দুই বোন।
****
আত্মার সদগতি ও একটি সেলফি
আমার পূর্ববর্তী বক্তাগণতাঁর জীবনের আলোকিত দিকসমূহ অনালোকিত করেছেনএবং পরবর্তী বক্তাগণ আশা করিঅনালোকিত দিকগুলো আলোকিত করবেনতাঁর সম্মন্ধে বলার মতোআমার কাছে কিছুই রইল নাআমি তাঁর আত্মার সদগতি কামনা করছিতাঁর সাথে আমার একটি সেলফি আছে। ****
মূক বাংলাদেশ
বাংলাদেশ নামক কোনো দেশ ছিল না তখনকবিতায় এমন দেশটি ছিল অনেকঅতঃপর আমরা কবিতার দেশটি বানালামবিনিময়ে আমাদের ত্রিশ লক্ষ জীবন গেলতোমার দেওয়া স্লোগান ছিল জয় বাংলাতোমাকে এনে বানালেন জাতীয় কবিআর নাগরিকত্ব দিলেন,পিতা
আর একজন আছেহত্যাকারীকে ফিরিয়ে আনলোনাগরিকত্ব দিলোতার স্লোগান ছিল জিন্দাবাদ
এসবের আগেতোমার মূক হয়ে যাওয়া সঠিক ছিল।
এসইউ/জিকেএস