সাহিত্য

সৈয়দ ইফতেখারের তিনটি কবিতা

অ্যামিনো অ্যাসিড

Advertisement

একটা দ্বিধা-দ্বন্দ্বের ভোর ছিলসূর্য উঠবে কি না তা নিয়ে কছেল্লাযত রকম ভাসা ভাসা ধারণা, তার সবটাই পূর্ণঅপেক্ষা করতে করতে খ্যাপাআর কতদিন গেলে কিরণ দেখবোভাবছি রোজ, ভাবছি খেতে খেতে, ঘুমোতে ঘুমোতেঅবশেষে সময় গড়িয়ে ব্যাকটেরিয়া।

****

চিঠি

Advertisement

একটা ক্লাসরুম, এক শান্তির ঘুমএকটা আবদার, এক হাহাকারএকটা চিৎকার, হতাশ বারবারকখনো আবোল-তাবোল এভাবে ভেবে দেখেছো তুমি?প্রশ্নটা পত্রের মাধ্যমে করেছি, ঘুমন্ত পত্রঅনল আর বারির মধ্যে যে মিত্রসে মোহনায় ভালোবাসার ক্ষেত্র!

****

কঠিন কিরণ

তোমার সূর্যের তীব্রতায় বেলা শুরু, দিন শেষনিজেকে নিজের অনলে রেখে—আছি বেশ...

Advertisement

এসইউ/জিকেএস