সাহিত্য

অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে এবং অন্যান্য

অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে

Advertisement

বনের উপর আকাশরেখাতার উপরে স্তরে স্তরেবেগুনি আকাশনীল গোলাপিঅগ্নিবর্ণ ক্ষয়িষ্ণু-সূর্যনিস্তব্ধতার মধ্যে আনন্দ অনুভূতি জাগিয়ে তোলেদিনের ক্ষয়িষ্ণু স্মৃতিরা বিলীন হতে থাকে।

বহু রং আর এমন আকাশঅগ্নিবর্ণ সূর্যাস্তের নিচেখোলা-রোমাঞ্চ, আবেশএবং নস্টালজিয়াবিবর্ণ স্মৃতিরাও জেগে ওঠে। ২.পাহাড়ের কোলে সূর্যাস্ত

সূর্যাস্ত, আমাকে নিয়ে যেও না।

Advertisement

আমাকে নিয়ে যাওযখন থাকে মাইলের পর মাইল স্ফূলিঙ্গযেখানে দিগন্ত ধারণ করে সোনার ঝলকানিযেখানে বড় জলরাশি প্রসারিত হয়কখনো সূর্য অস্ত যাবে নাআমি এমন একটি পাহাড় ও সাগরের কোলেপথ হাঁটব, হাসব।

পাহাড়ের নিচের সেই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখুনআমার সুরেলা হৃদয় এ দৃশ্যের কাছে আত্মসমর্পণ করতে চায়।

৩.একখণ্ড স্বর্গ

আমরা সমুদ্রের ধারে নেমে গেলামআমরা সূর্যাস্তের কোম্পানিতে যোগ দিলাম।

Advertisement

যখন বহু রঙের ছায়া আকাশকে আলোকিত করেযখন সমুদ্রের জলতলে ছবি আঁকে সূর্যতখন দুটি হৃদয়ের ঘন আর ভারী নিশ্বাসতখন উৎসুক বাতাসে ফিসফিস করে ‘ভালোবাসি’।

যখন উজ্জ্বল সাজ আকাশপারেযখন বর্ণিল আলো সাগরতলেআর চাঁদ ডাকে আয় আয়তখন পৃথিবীর বুকে ঝরে একখণ্ড স্বর্গ।

এসইউ/এএসএম