তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে পোস্ট করা যাবে মিউজিক

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে পোস্ট করা যাবে মিউজিক

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রাম। ছবি, ভিডিও সহ নানা মুহূর্ত শেয়ার করেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মধ্যে আছেন আট থেকে আশি, সব বয়সীরাই।

Advertisement

স্টোরির মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে নেন নিজেদের প্রিয় মুহূর্ত। তৈরি করেন রিল ভিডিও। সেই ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার আনছে মেটার আওতাধীন ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম রিল ভীষণভাবে পছন্দ করেছে ব্যবহারকারীরা। বিশ্বের বড় বড় তারকারাও নিয়মিত রিল ভিডিও করেন। তবে ছবি অথবা ভিডিওর সঙ্গে পছন্দের গান জুড়ে তা ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করা যেত না এতদিন। ব্যবহারকারীদের জন্য এবার সেই ফিচারই আনছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ছবি অথবা ভিডিওতেও পছন্দ মতো মিউজিক জুড়তে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই ফিচার ব্যবহারকারীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা। উল্লেখ্য, কিছুদিন আগে নতুন সেলফি ভিডিও ফিচার এনেছে ইনস্টাগ্রাম।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ছবি অথবা ভিডিওর সঙ্গে গান জুড়তে পারবেন-

> প্রথমে পছন্দের ছবি অথবা ভিডিও বেছে নিতে হবে।> ছবিটি পোস্ট করার সময় অপশন পাবেন, ‘Add Music’।> সেখানে সার্চ অপশন গিয়ে বেছে নিতে পারেন পছন্দের মিউজিক। কোন গান ট্রেন্ডিং তাও দেখে বেছে নিতে পারবেন পছন্দেরটি। > এছাড়া পাবেন ‘For You’ বলে একটি অপশন।> এরপর সেই মিউজিকটি জুড়তে পারবেন ছবি অথবা ভিডিওতে।> প্রয়োজনে এডিট করতে পারবেন মিউজিকটি। অর্থাৎ কেটে ছোট করে দিতে পারবেন।

সূত্র: নিউজ১৮

কেএসকে/এমএস

Advertisement