দীপাবলি উপলক্ষে সরযূ নদীর তীরে বুধবার (০৩ নভেম্বর) জ্বালানো হয়েছিল ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি মাটির প্রদীপ।
Advertisement
এক জায়গায় এত সংখ্যক মাটির প্রদীপ এর আগে বিশ্বের কখনো কোথাও জ্বলেনি। এবার একসঙ্গে ৯ লাখের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলো অযোধ্যা।
তবে এটিই প্রথমবার নয়। এর আগে ২০১৯ সালে দীপাবলি উপলক্ষে অযোধ্যায় জ্বালানো হয়েছিল ৬ লাখ মাটির প্রদীপ।
তখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল অযোধ্যার। এবার নিজের রেকর্ড নিজেরাই ভাঙল তারা।অবশ্য তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালে জ্বালানো হয়েছিল ৩ লাখ প্রদীপ।
Advertisement
এবার তার ৩ গুণ প্রদীপ দীপাবলির সন্ধ্যায় জ্বলে উঠল সরযূ নদীতীরে। এই নতুন রেকর্ডের কথা জানান সে রাজ্যের তথ্য ও সম্প্রচার দপ্তর।
গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের একটি প্রশংসাপত্রও দিয়েছে। যোগীরাজ্যের তথ্য এবং জনসংযোগ দপ্তরের আইএএস অফিসার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই প্রশংসাপত্রের ছবি।
১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজ করেছে। রাম কি পেড়ি ঘাটে লেজার শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল রামায়ণের বিভিন্ন দৃশ্য।
সব মিলিয়ে দীপাবলির প্রাক্কালে এই নতুন রেকর্ডের সাক্ষী ‘রাম জন্মভূমি’।
Advertisement
সূত্র: আনন্দবাজার
কেএসকে/জেআইএম