ফিচার

কারাবন্দি জাতীয় চার নেতাকে হত্যা

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৩ নভেম্বর ২০২১, বুধবার। ১৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৪৯৩- ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।১৯০৩- মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।১৯৫৭- জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ লাইকা নামের রাশিয়ার কুকুরকে নিয়ে মহাশূন্যে যায়।১৯৭৫- বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়।

জন্ম১৮৬৬- লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন।১৮৯৭- সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল কালাম শামসুদ্দীন।১৯১৩- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব প্রদ্যোতকুমার ভট্টাচার্য। ১৯১৯- বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক অরবিন্দ পোদ্দার।১৯৩৩- নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।১৯৭৩- বাঙালি অভিনেত্রী মৌসুমী।

Advertisement

মৃত্যু১৯৭৭- বাঙালি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদা।১৯৭৭- পূর্ব বাংলার প্রথম গভর্নর ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন।১৯৯১- বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ২০১৭- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস।

দিবসজেল হত্যা দিবস

কেএসকে/এমএস

Advertisement