ফিচার

দীনবন্ধু মিত্র ও বিভূতিভূষণের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০১ নভেম্বর ২০২১, সোমবার। ১৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা১৬০৪- উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ওথেলো’ প্রথমবার হোয়াইটহল প্যালেস, লন্ডনে মঞ্চায়িত হয়।১৬১১- উইলিয়াম শেক্সপিয়ারের রোমান্টিক কমেডি ‘টেমপেস্ট’ প্রথমবারের মতো হোয়াইটহল প্যালেস, লন্ডনে মঞ্চায়িত হয়।১৯৫৫- পর্তুগালে ভূমিকম্পে ৩০ হাজার লোক নিহত হয়।১৯৫৬- বাংলা ভাষা আন্দোলনের (মানভূম) ফলস্বরূপ মানভূমের একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। ফলে পুরুলিয়া জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।২০০৭- বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

জন্ম১৯২৬- বাঙালি সাহিত্যিক আবু ইসহাক।১৯৫০- নোবেল পুরস্কারপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী রবার্ট বি. লাফলিন। ১৯৬৮- সাবেক বাংলাদেশি ক্রিকেটার আকরাম খান।১৯৭৩- ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।১৯৭৪- ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ।

Advertisement

মৃত্যু১৮৭৩- বাঙালি নাট্যকার দীনবন্ধু মিত্র। তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু। অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাটক রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাটক রচনায় মনোনিবেশ করেন তিনি। এ ধারায় তিনি হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শস্থানীয়।১৯১৫- বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়।১৯৫০- জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৬৩- দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি নগো দিন দিয়েম নিহত হন।

দিবসবিশ্ব ভেগান দিবস।

কেএসকে/এসইউ/জেআইএম

Advertisement