সাহিত্য

হেমন্তের দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন

Advertisement

হেমন্ত মানে

হেমন্ত মানে কৃষাণ মুখহাসে সারাবেলা,হেমন্ত মানে দিগ-দিগন্তপাকা ধানের মেলা।

হেমন্ত মানে শিশির ঝরাশীতল হাওয়া ভোর, হেমন্ত মানে নতুন পিঠাআত্মীয়তার জোর।

Advertisement

হেমন্ত মানে ধানের গন্ধ সবুজ শ্যামল চরা,হেমন্ত মানে পল্লি-গাঁয়েধানের গোলা ভরা।

****

প্রিয় হেমন্ত

কুয়াশার আবরণেলজ্জাবতী নারী, সোনারঙের ফসল ভরামাঠ-প্রান্তর ভারী।

Advertisement

কৃষক মুখে রঙিন হাসিমমতাময়ী নারী,সোনা ধানে গোলা ভরাআনন্দ সারাবাড়ি।

পল্লিজুড়ে মুক্ত হাসিভেসে চলা ঘ্রাণ,খেটে খাওয়া ঘামের গন্ধকৃষক জুড়ায় প্রাণ।

এসইউ/জেআইএম