তথ্যপ্রযুক্তি

চীনে লিঙ্কডইন বন্ধ করবে মাইক্রোসফট

লিঙ্কডইন ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয়। অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে এটি কিছুটা আলাদা। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেউ তৈরি করতে পারেন প্রোফাইল। কাজ পেতেও খুব সহজ হয়।

Advertisement

তবে আসল কথা হচ্ছে, চাপের মুখে এবার চীনে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক মাধ্যমটি।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে চীন সরকারের কড়া নীতিমালার সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হওয়ায় সেখানে লিঙ্কডইন বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

সম্প্রতি চীনা সরকারের চাপের মুখে কিছু সাংবাদিকের প্রোফাইল ব্লক করলে সমালোচনার মুখে পড়ে লিঙ্কডইন। এবার চীন সরকারের পাশাপাশি ব্যবহারকারীদের চাপ সামলাতে ব্যর্থ হওয়ায় চীনে লিঙ্কডইনের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

Advertisement

মূলত চীনের সঙ্গে তাল মিলিয়ে চলা চ্যালেঞ্জিং হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হচ্ছে কোম্পানিটিকে। এ জন্যই চীনে লিঙ্কডইনের বর্তমান সংস্করণটি এ বছরের শেষ নাগাদ বন্ধ করা হবে। এর পরিবর্তে আসবে ইনজবস অ্যাপ।

চলতি বছরের শেষের দিকে বিশেষায়িত চাকরির পোর্টাল ইনজবস চালু করবে মাইক্রোসফট। যা কেবল চাকরির সংস্করণ। এতে সামাজিক ফিড বা শেয়ার অথবা নিবন্ধ পোস্ট করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না।

লিঙ্কডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাক শ্রফ ব্লগ পোস্টে বলেন, ‘আমরা চীনে উল্লেখযোগ্যভাবে আরও চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশ পাচ্ছি এবং সবকিছুতে অনেক বেশি সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তার সম্মুখীন হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ বছরের শেষের দিকে আমরা চীনে এখনকার ভার্সন বন্ধ করব। তবে চীনে আমাদের শক্তিশালী উপস্থিতি অব্যাহত রাখব। নতুন ইনজবস অ্যাপ চালু করা হবে।’

Advertisement

উল্লেখ্য, চীনে লিঙ্কডইনই হচ্ছে একমাত্র শীর্ষ মার্কিন সামাজিক প্ল্যাটফর্ম। ২০১৪ সালে সরকারের যাবতীয় নিয়ম মেনে চলার শর্তে চীনে এটি চালু হয়।

কেএসকে/এসইউ/জেআইএম