কখনও তিনি ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ে আবার কখনও ঝরনায়। দুর্গম পাহাড়ি ঝরনার সঙ্গে করছেন রাত্রিযাপন। আবার সেই গহীন বনে ড্রোন উড়িয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ধারণ কারণ।
Advertisement
পাহাড়ে কিংবা ঝর্ণার ঝিরিপথ ধরে হেঁটে চলা এই ব্যক্তির নাম ফাহিম শাহরিয়ার। সম্প্রতি প্রকৃতিপ্রেমী এই মানুষটি আড্ডায় মেতেছিলেন জাগো নিউজ এর সঙ্গে। জানিয়েছেন ভ্রমণপিপাসু হয়ে ওঠার গল্পটি-
পাহাড়ঘেরা মিরসরাইয়ের বড়তাকিয়াতে জন্ম এবং বেড়ে ওঠা ফাহিমের। ছোটবেলা থেকেই পাহাড়ি ঝরনা এবং ঝিরিপথের সঙ্গে ফাহিমের সখ্যতা ছিলো দারুণ। স্বপ্ন দেখেছিলেন সাইকেলে করে ঘুরে বেড়াবেন দেশের ৬৪ জেলা কিন্তু তা আর হয়ে ওঠেনি।
বোনের উপহার দেওয়া ক্যামেরা নিয়েই শুরু করেন ছবি তোলা। প্রথমে টেক-টিউবার হওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে প্রকৃতির অপার সৌন্দর্য্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই শুরু করেন ইউটিউব চ্যানেলের ‘নোভো রস’ যাত্রা।
Advertisement
বর্তমানে তার ইউটিউব চ্যানেলে ৮০টিরও অধিক ভিডিও আছে। তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩ লাখেরও বেশি। ফাহিম শাহরিয়ার নামে তার আরও একটি ইউটিউব চ্যানেল আছে।
যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫০ হাজার। তার ভিডিওগুলোর মধ্যে ‘দেশি বেয়ার গ্রিলস’ সিরিজটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।
এই সিরিজে তিনি দুর্গম পাহাড় কিংবা ঝরনায় রাত্রিযাপন করার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেকেই ভ্লগ করেন; তবে আমি চেষ্টা করেছি মানুষকে এমন কিছু উপহার দিতে, যা আগে তারা দেখেননি।’
‘দুর্গম পাহাড়ের অকৃত্রিম রূপ মানুষের সামনে তুলে ধরেছি এই সিরিজের মাধ্যমে। দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ।’ ফাহিম শাহরিয়ারের জনপ্রিয় একটি উক্তি দর্শকদের মন জয় করে নিয়েছে। উক্তিটি হলো, ‘জীবন আসলে অনেক সুন্দর; যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন।’
Advertisement
কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল-টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ফাহিম বলেন, ‘বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন এখনো যথেষ্ট নয়। সরকারের উচিত আমাদের মতো যারা দেশকে এবং দেশের সৌন্দর্য্যকে বিশ্বের কাছে তুলে ধরছেন; তাদেরকে সহযোগিতা করা।’
তিনি আরও বলে, ‘আমরা নিজেরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নেই দেশকে তুলে ধরছি বহিঃবিশ্বের কাছে। যথাযথ সহযোগিতা পেলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররাও দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম।’
ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে ইউটিউবিং এর পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠা খুলতে চান এই তরুণ ইউটিউবার। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতা মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ফাহিম।
জেএমএস/এমএস