ধর্ম

জান্নাতে ধনাগার লাভের আমল

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র উম্মতের জন্য মহান শিক্ষক। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনের সব চাওয়া-পাওয়া, সমস্যা-সমাধান, আদেশ-উপদেশসহ কল্যাণমূলক শিক্ষা রেখেগেছেন। তাঁর অসংখ্য হাদিস থেকে অমূল্য একটি আমলি হাদিস তুলে ধরা হলো-হজরত আবু মুসা আল আশআরী হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি গিরিপথ দিয়ে অথবা (বর্ণনাকারী বলেন) একটি চুড়া হয়ে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’ আবু মুসা বলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর খচ্চরে আরোহী ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির ‍কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছো না। অতপর তিনি বললেন, হে আবু মুসা! বা হে আবদুল্লাহ! আমি কি তোমাকে জান্নাতের ধনাগারের একটি বাক্য বাতলে দেব না? আমি বললাম, হ্যাঁ, বাতলে দিন। তিনি বললেন, তা হলো- ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ।’ (বুখারি)উপদেশটি হচ্ছে-لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللهِউচ্চারণ : লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহঅর্থ : নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া।সুতরাং বেশি বেশি এ দোয়াটি তিলাওয়াতের মাধ্যমে সুন্নাতি আমল করে জান্নাতের মূল্যবান ধনভাণ্ডার লাভে প্রত্যেক মুমিনের যত্নবান হওয়া জরুরি। বিশেষ করে প্রত্যেক নামাজের পরে এ আমলটি করার উপযুক্ত সময়। আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদিকে উক্ত হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement