কৃষি ও প্রকৃতি

মাশরুম চাষে ভাগ্য ফিরেছে সাইফুলের

মাশরুম চাষ করে অল্প বয়সেই সফলতা পেয়েছেন পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর গ্রামের যুবক সাইফুল ইসলাম। প্রথমবারের মতো জেলায় বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করেছেন তিনি।

Advertisement

নিজের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি অন্যদেরও আকৃষ্ট করছেন মাশরুম চাষের প্রতি। মাশরুম চাষী সাইফুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই মাশরুম চাষের প্রতি ভীষণ আগ্রহ জন্মে।

এরপর সাভারে মাশরুম উন্নয়ন কেন্দ্রে দুইবার প্রশিক্ষণ গ্রহণের পর বাণিজ্যিকভাবে নিজের বাড়িতে মাশরুমের চাষ শুরু করেন তিনি। তখন তিনি স্কুল ছাত্র ছিলেন।

বর্তমানে নিজের বাড়িতেই মাশরুম উৎপাদন করে সেগুলো বিক্রি করছেন ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে।

Advertisement

নিজের তীব্র ইচ্ছা আর পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতার কারণেই কোনো ধরণের সমস্যায় পড়তে হচ্ছে না তাকে।

এ ছাড়াও সরকারিভাবে প্রাপ্ত একটি ঋণও তাকে সহযোগিতা করেছে অনেকাংশে। বাজারে চাহিদা থাকায় উৎপাদিত মাশরুম বিক্রিতে সাইফুলকে কোনো ধরণের সমস্যায় পড়তে হয় না।

মাশরুম খামারে প্রতিমাসে গড়ে ১৫-২০ হাজার টাকা উপার্জন করছেন তিনি। সাইফুলের এ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সব ধরণের সহযোগিতা করছেন পরিবারের অন্য সদস্যরাও। আর সাইফুলের এ সফলতায় খুশি তারা।

সাইফুলই প্রথমবারের মতো পিরোজপুরে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করেছেন বলে জানান পিরোজপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সুপর্ণা ওঝা। সাইফুলকে সরকারিভাবে প্রাপ্ত সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

জেএমএস/জিকেএস