তথ্যপ্রযুক্তি

সব ভিডিওতেই বিজ্ঞাপন দেখাবে ইউটিউব

এখন থেকে নন-মোনেটাইজড চ্যানেলগুলোতেও বিজ্ঞাপন দেখাবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কিন্তু এক্ষেত্রে ওইসব চ্যানেলের মালিকরা কোনো ধরনের অর্থ বা শেয়ার পাবেন না।

Advertisement

সম্প্রতি নীতিমালা পরিবর্তন করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এতে ইউটিউবারদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই সিদ্ধান্তের ফলে বেশিরভাগ ইউটিউব কন্টেন্ট নির্মাতাই অখুশি।

তাদের ক্ষোভের কারণ বিজ্ঞাপন দেখানো নয় বরং বিজ্ঞাপন থেকে অর্থ না পাওয়া।

সাধারণত, চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউবারদের যোগ দিতে হয় ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এ।

Advertisement

আর এতদিন ধরে চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর মানেই ছিল বিজ্ঞাপনের অর্থের ভাগ পাওয়া। তাই অনেকেই হাত খরচের টাকা যোগাতে ভিডিও বানান। কেউ কেউ ইউটিউব থেকেই পুরো জীবিকা নির্বাহ করেন।

কিন্তু, এবার থেকে নন-মোনেটাইজড চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেখানো হলেও সেখান থেকে কোনো ভাগ পাবেন না সেগুলোর মালিকরা।

খুব শিগগিরই এই নীতিমালা কার্যকর করতে যাচ্ছে ইউটিউব।

এসএস/পিআর

Advertisement