প্রবাসী-আয় বা রেমিটেন্স প্রবাহে ভাটা পড়েছে। গত অক্টোবর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ১০৮ কোটি ৭৬ লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে। যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। একই সঙ্গে এক মাসের ব্যবধানে চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কমেছে ২৬ কোটি ১৪ লাখ ডলার।সেপ্টেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৩ কোটি ১৪ লাথ মার্কিন ডলার। ৩৬টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭২ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৩৩ লাখ মার্কিন ডলার।বরাবরের মতো অক্টোবরেও সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ে বিশেষায়িত বেসিক ব্যাংক, বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠায়নি প্রবাসীরা।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত ২০১৪-১৫ অর্থবছরের প্রবাসীরা মোট এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।এর আগের ২০১৩-১৪ অর্থবছরের প্রবাসীরা পাঠিয়েছিলেন এক হাজার ৪২২ কোটি ৮৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স। ২০১২-১৩ অর্থবছরের প্রবাসীরা মোট এক হাজার ৪৪৬ কোটি ১১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।উল্লেখ্য, বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন।এসআই/বিএ
Advertisement