সাহিত্য

খান মুহাম্মদ রুমেল-এর দুটি কবিতা

খান মুহাম্মদ রুমেল-এর দুটি কবিতা

দুঃখ উৎসারিত সাহস

Advertisement

শ্রমিক কি কখনো চোখে চোখ রেখে তাকাতে পারে?পারে না!আর পারে না বলেই–তোমার কোমল হাতের আশ্রয় খোঁজে।নিজের কড়া পড়া হাতের বিশ্রামের আশায়,তোমার করতল ছুঁতে চায়।তোমার পাখির নীড় চোখের সুলুক সন্ধান তাই শব্দশ্রমিকের করা হয় না।এ কেমন ভ্রান্তি বলো!

ব্যক্তিগত কিছু দুঃখ থেকে সাহস নিয়েতোমার কপালে চুম্বন আঁকতে চায় শ্রমিক।

জানোতো, প্রত্যেকেই কিছু ব্যক্তিগত দুঃখ পোষে!

Advertisement

 

কবির আত্মা

কবি খুব অল্পদামে আত্মা বিক্রি করতে চাইলো তোমার কাছে।আর তুমি কি না বণিকের দেহ কিনতে চাও চড়া সুদে!সত্যি,তোমার বাণিজ্য জ্ঞান দেখে অবাক হতে হয়।কবি আকাশটাকে গচ্ছিত রাখতে চাইলো তোমার কাছে।কবি দিতে চাইলো জোছনামাখা চাঁদনি রাতআর তুমি কি না কিনে নিলে নিয়ন আলো!!একটি কড়া রোদ দুপুরের বিনিময়ে আস্ত জীবন দিতে চাইলো।তুমি নিলেই না?এতো অল্প বিনিয়োগে অধিক মুনাফার সুযোগ হারালে তুমি?সত্যি,তোমার বাণিজ্য জ্ঞান দেখে অবাক হতে হয়।

এইচএ/এমকেএইচ

Advertisement