ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার)। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ শিক্ষার্থী।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র আনতে নিষেধ করা হয়েছে।পরীক্ষার আসন বিন্যাসসহ বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।এমএইচ/বিএ
Advertisement