ফিচার

লকডাউন শেষ না হতেই বিয়ের ধুম!

চীনের উহান থেকেই শুরু করোনা ভাইরাসের। এরপরই লকডাউন ঘোষণা করে চীন। হঠাৎ থমকে যায় উহান।

Advertisement

কয়েকদিন আগে সেখানে লকডাউন উঠেছে। ধীরে ধীরে সচল হচ্ছে পুরো এলাকা। এই সময়েই বিয়ে করার হুজুগ লেগেছে কয়েক হাজার যুবক-যুবতীর। যাদের ভিজিটের চাপে ক্র্যাশ করেছে আলি পে।

চীনের জনপ্রিয় পেমেন্ট সিস্টেম আলি পে। একইসঙ্গে আলিপে স্থানীয় মেরেজ অ্যাপ্লিকেশনও চালায়। বিয়ে করতে ইচ্ছুক যুবক-যুবতীরা এই অনলাইনে আবেদন করতে পারে। সম্প্রতি দেখা গেছে, লকডাউন ওঠার পরই বিয়ে করার ধুম লেগেছে উহানে।

জানা গেছে, প্রায় ৩০০ গুণ ট্রাফিক বেড়ে গিয়েছে তাদের অ্যাপ্লিকেশনে। কাজেই মুখ থুবড়ে পড়েছে আলি পে। অত্যাধিক ট্রাফিক থাকার কারণে খুলছেই না ওয়েবসাইট। ফরে দেরি হচ্ছে শুভ কাজে।

Advertisement

তবে আলিপে'র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ওয়েবসাইট ক্র্যাশ করেনি। একই সঙ্গে বহুজন ওয়েবসাইটে ঢোকার কারণে সাইট ও অ্যাপ খুলতে দেরি হচ্ছে।

লকডাউন এর কারণে প্রায় তিন মাস পিছিয়ে গেছে বিয়ে। তাই এখন বিন্দুমাত্র দেরি না করে বিয়ের তারিখ পেতে উঠে পড়ে লেগেছেন উহানের যুবক-যুবতীরা।

এএ

Advertisement