তথ্যপ্রযুক্তি

মার্ক জুকারবার্গের নিরাপত্তায় কত টাকা খরচ হয় জানেন?

২০১৯ সালে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তা ও বিমানযাত্রার জন্য খরচ হয়েছে ২০০ কোটি টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে ফেসবুকের আর্থিক অবস্থা সম্পর্কে জমা দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement

জানা গেছে, ২০১৮ সালে ফেসবুক প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা ও বিমানযাত্রার জন্য যত অর্থ খরচ করা হয়েছিল, ২০১৯ সালে তার চেয়ে ৩৪ লাখ মার্কিন ডলার বেশি খরচ করা হয়েছে।

এছাড়া জুকারবার্গের ব্যক্তিগত বিমানযাত্রার জন্যও ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। জুকারবার্গ ও তার পরিবারের লোকজনের নিরাপত্তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে এই বাবদ খরচ ছিল যথাক্রমে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার ও ৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

ফেসবুক থেকে বেতন হিসাবে প্রতি বছর নেন এক মার্কিন ডলার। কিন্তু অন্যান্য খরচ বাবদ তিনি অনেক বেশি অর্থ নেন।

Advertisement

২০১৭ সালে তিনি মোট খরচ বাবদ পেয়েছিলেন ৯.১ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে সেটা দ্বিগুণেরও বেশি বেড়ে হয় ২২.৬ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ২০১৮ সালে বেসিক পে হিসেবে পেয়েছিলেন ৮,৪৩,০০০ মার্কিন ডলার। বোনাস পেয়েছিলেন ৬,৩৮,০০০ মার্কিন ডলার। ২০১৯ সালে তিনি বেসিক পে বাবদ পান ৮,৭৫,০০০ মার্কিন ডলার।

বোনাস হিসাবে শেরিল পান ৯,০২,৭৪০ মার্কিন ডলার। স্টক অ্যাওয়ার্ডস বাবদ তিনি পান ১৯.৬৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য খরচ হয়েছিল ২.৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালে এই খরচই বেড়ে হয় ৪.৩৭ মিলিয়ন মার্কিন ডলার।

এএ

Advertisement