কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কাবস্থা জারি করায় পর্যটনখাতসহ দেশের উদীয়মান অর্থনীতির অগ্রগতি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দে এ নিকোলায়েভের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো দাবি করে মন্ত্রী বলেন, বিদেশিদের এই অবস্থান কোনোভাবেই কাম্য নয় এবং এটি অনাকাঙ্ক্ষিত। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, দুফোটা পানি বৃষ্টি বোঝায় না। যদিও বাংলাদেশের সাম্প্রতিক দুটি বিদেশি হত্যাকাণ্ডে রাশিয়াও উদ্বিগ্ন। আমি জানি বাংলাদেশে তা কেন হচ্ছে। বাংলাদেশে দীর্ঘদিন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।যে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অপতৎপরতা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃঢ় মনোভাব ও গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি তথা বাংলাদেশের প্রকৃত চিত্র কূটনৈতিক সহকর্মীদের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। মেনন বলেন , বাংলাদেশ ধর্মনিপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তানের মত অস্থিতিশীল রাষ্ট্র বানানো যাবে না।বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে ঢাকা মস্কো সরাসরি বিমান চলাচল চালু করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। ঢাকা-মস্কো বিমান চলাচলের বিষয়ে ১৯৭৩ সালে সম্পাদিত চুক্তি নবায়ন ও পরিবর্তন ও পরিবর্ধনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এছাড়া ঢাকায় আসন্ন বুদ্ধিস্ট ট্যুরিজম কনফারেন্সে রাশিয়ার তিনটি বুদ্ধিস্ট প্রধান এলাকার বুদ্ধিস্ট ভিক্ষুদের অংশ গ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডেও প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।এএসএস/একে/আরআইপি
Advertisement