বিনোদন

হাজার শিল্পীর আয়োজনে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এ্যাওয়ার্ড’ এবং ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। সংসদ ভবন প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জানা গেছে, এই আয়োজনে অংশ নিচ্ছে প্রায় এক হাজার শিল্পী। তাদের অংশগ্রহণে ‘আর্থ প্যারেড’ শিরোনামের ২৭ মিনিটের একটি পরিবেশনা থাকছে।এর মধ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, রোভার স্কাউট ও নাট্যকর্মী।  পরিবেশনাটির কোরিওগ্রাফ করছেন গুণী নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব।এছাড়াও পরিবেশনাটিতে দেড় শতাধিক সাইক্লিস্টও অংশ নিচ্ছেন। এ ছাড়া বুদ্ধিপ্রতিবন্ধীরাও থাকবেন। এতে গান, আবৃত্তি থাকবে। ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি আলাদাভাবে পরিবেশন করবেন ১০ জন শিল্পী। তারা হলেন- জয় শাহরিয়ার, পারভেজ, কিশোর, সাব্বির, মুহিন, রন্টি, পুলক, কোনাল, লিজা ও পূজা। এ ছাড়া শিমুল মুস্তাফা আবৃত্তি করবেন।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। মূল আনুষ্ঠানিকতা শেষে ‘আর্থ প্যারেড’র পরিবেশনা শুরু হবে। এলএ/আরআইপি

Advertisement