একুশে বইমেলা

সুমাইয়া করিমের গল্পের আড়ালে জীবন

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সুমাইয়া করিমের উপন্যাস ‘গল্পের আড়ালে জীবন’। বইটি প্রকাশ করছে পারিজাত প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।

Advertisement

‘গল্পের আড়ালে জীবন’ তার প্রথম উপন্যাস। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাবে বইমেলার ৩৫১-৩৫২ নম্বর স্টলে।

সুমাইয়া করিমের জন্ম ঢাকায়। লেখালেখি শুরু হয়েছিল স্কুল জীবন থেকে। বর্তমানে একটি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। ‘নিঃশব্দে এসেছিলো সে’ তার প্রথম কাব্যগ্রন্থ।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘প্রতিটি গল্পই জীবন থেকে নেওয়া। কিছু জীবনের ঘটনাকে শুধুই গল্প মনে হয়। এমনই একটি গল্প নিয়ে রচিত হয়েছে উপন্যাসটি। উপন্যাসে সত্যিকারের ভালোবাসার পরিণতি তুলে ধরেছি। আশা করি, উপন্যাসটি পাঠক সমাদৃত হবে।’

Advertisement

এসইউ/জেআইএম