বাংলাদেশে এক সপ্তাহের কম ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত। তবে দেশে আই-এসের মতো কোন সংগঠন তৎপর নয়।রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘ সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। রোববার বেলা সাড়ে ১১টার পর এ সংবাদ সম্মেলন শুরু হয়।দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডকে আওয়ামী লীগ সরকারের অর্জনকে ছোট করে দেখানোর ষড়যন্ত্র বলেও জানান তিনি।এতে বিএনপি-জামায়াতের মদদ আছে বলে তিনি মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে একটি কলেজে গুলিতে ১০ জনের হত্যাকাণ্ড আর অস্ট্রেলিয়ায় পুলিশের কার্যালয়ের বাইরেই গুলিতে দুজনের মৃত্যু মৃত্যুর বিষয়টিতে তারা রেড এলার্ট জারি করেনি। বাংলাদেশে এরকম ঘটনায় এত উদ্বেগ কেন সে নিয়ে প্রশ্ন করেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, সৌদি কূটনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হয়েছে। আর এই দুই বিদেশি হত্যাকাণ্ডেরও বিচার হবে।এসএইচএস/এমএস
Advertisement