সাহিত্য

শর্ষে ক্ষেতের আঁচলে

শর্ষে ফুলে হলদে পুরী,বিস্তীর্ণ ফসলের ক্ষেত!মন চায় সব ফেলেহয়ে যাই অনিকেত!

Advertisement

বাতাসের সাথে আড়াআড়িনাচে সোনালি হলুদ ফুল!শ্যামল কচি ডগার কর্ণেদোলে যেন বাহারী দুল!

পড়ন্ত বিকেলের আলোফুলের বাড়ায় জ্যোতি!মৌ-ভ্রমরের নাচে গানেশিহরিত হয় জরতী!

দূর সীমান্তে নীলাকাশঝুঁকে পড়ে চুমুতে হারায়!সবুজ পত্র বৃক্ষরাজিহাত নেড়ে স্বাগত জানায়!

Advertisement

প্রেয়সীর হাসিমাখা মুখস্মরি ফুলে চুপিসারে;তীরের ফলার হাসি বিঁধেহরিষে বিষাদ অন্তরে!

এসইউ/পিআর