খোশামোদ, তোষামোদ, অতিরিক্ত প্রশংসা করা নীচুতা ও লজ্জাহীনতার শামিল। ইসলাম অতিরিক্ত প্রশংসা, খোশামোদ, তোষামোদ পছন্দ করে না। এ ধরনের প্রশংসার রয়েছে অত্যন্ত ক্ষতিকর দিক। জাগো নিউজে তা তুলে ধরা হলো-অবাস্তব প্রশংসায় রয়েছে তিন ধরনের গুনাহ-১. যারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বাস্তবতার সঙ্গে মিল নেই, এমন প্রশংসা করে, তা মিথ্যাচারের অন্তর্ভূক্ত।২. প্রশংসাকারী ব্যক্তি এমনসব প্রশংসা করে, যার ওপর তার নিজেরও বিশ্বাস নেই। তা বড় মুনাফেকি।৩. প্রশংসাকারী এমনভাবে প্রশংসা করে যাতে প্রশংসাকারী নিজেই অন্যের চোখে হেয় প্রতিপন্ন হয়। এতে তার নীচুতা, নির্লজ্জতা ও হঠকারীতা প্রকাশ পায়।প্রশংসিত ব্যক্তিও দুই ধরনের ক্ষতির সম্মুখীন হয়-১. সে অহংকারে নিমজ্জিত হয়ে পড়ে। অথচ মানুষ অহংকার থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। অংহকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না।২. মিথ্যা ও অতিরিক্ত প্রশংসা শুনে নিজর সম্পর্কে অনুরূপ ধারণা পোষণ করতে থাকে। পাশাপাশি অন্যান্য লোকদেরকে তুচ্ছ-তাচ্ছিল্যের নজরে দেখতে থাকে। আর মানুষের নিকট হতে প্রশংসাবাণী শুনার জন্য উদগ্রীব থাকে।এ ধরনের ব্যক্তিদের কঠোর হুশিয়ারি দিয়ে আল্লাহ ঘোষণা করেন-لاَ تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحْمَدُواْ بِمَا لَمْ يَفْعَلُواْ فَلاَ تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ – অর্থাৎ ‘তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুত তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। (সূরা আল ইমরান : আয়াত ১৮৮)পরিশেষে...আল্লাহ তাআলা সব মুসলিম উম্মাহকে অতিরঞ্জিত কথা ও কাজ থেকে হেফাজত করুন। মিথ্যা, মুনাফেকি ও অহংকার করার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। সদা সর্বদা উত্তম আমল করার তাওফিক দান করুন। আমিন।জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.comজাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/আরআইপি
Advertisement