ধর্ম

হিজরি নতুন বছরের শুরুতে যে দোয়া পড়বেন মুমিন

হিজরি নতুন বছরের মহররম মাস শুরু হয়েছে শনিবার। আরবি নতুন বছরের শুরুতেই মুমিন মুসলমান আল্লাহর কাছে বিগত বছরের গোনাহ থেকে ক্ষমা লাভের পাশাপাশি নতুন বছরে নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া করবে।

Advertisement

নতুন বছরের শুরুতে নিজের ঈমান-ইসলামের নিরাপত্তা ও নিজের জীবনের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করা জরুরি।

দোয়াটি হলো-اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِউচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালঅমাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।’ (আল-মুঝাম আল আওসাত)

অর্থ : `হে আল্লাহ আমাদের ঈমান, ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নতুন বছরের শুরুর দিনগুলোতে এ দোয়াটি বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর