সাহিত্য

কবিগুরুর কবিতা নিয়ে শিশিরে সূর্যোদয়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে পরিবেশন করা হয় ‘শিশিরে সূর্যোদয়’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। এটি ছিল আবৃত্তি সংগঠন কল্পরুপের অষ্টম প্রযোজনা।

Advertisement

গত ২৪ আগস্ট শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে পরিবেশনাটি শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন কল্পরুপ বাচিক শিল্পচর্চা কেন্দ্রের সভাপতি কাজী কোয়েল।

প্রযোজনাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঠারোটি কবিতা ১০ জন আবৃত্তিশিল্পীর সমন্বয়ে উপস্থাপন করা হয়। শ্রোতা ও দর্শনার্থীরা এতে বিমোহিত হন। কবিতা ও আড্ডায় একটি আনন্দমুখর সন্ধ্যা কাটে।

কল্পরুপের পরবর্তী প্রযোজনা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী অক্টোবরে মঞ্চায়িত হবে। এটি হবে তাদের নবম প্রযোজনা।

Advertisement

আয়োজকরা জানান, সংগঠনটি নতুন প্রতিভা অন্বেষণে কর্মশালা পরিচালনা ও প্রযোজনা উপস্থাপনসহ মেধা বিকাশের ক্ষেত্র তৈরিতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

এসইউ/এমএস