দেশজুড়ে

বরিশালে বেড়েছে জিপিএ-৫

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় শিক্ষাবোর্ড কার্যালয়ের হলরুমে এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

Advertisement

চলতি বছর বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০.৫৫ শতাংশ।

এছাড়া এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যেখানে গত বছর ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর এ বোর্ডে মোট ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৪৪ হাজার ৮৮৭ পরীক্ষার্থী পাস করে।

জেলা ভিত্তিক পাসের হারে বরিশাল জেলা প্রথম স্থানে আর দ্বিতীয় স্থানে ভোলা জেলার অবস্থান। এ বোর্ডের ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

Advertisement

সাইফ আমিন/এফএ/এমকেএইচ/জেআইএম