চট্টগ্রামের একটি কলেজের বিবিএ শিক্ষার্থী সাফিয়া আক্তার তানজী। একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে বরিশালের যুবক সহিফুল সাইফের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে প্রেমের আবদারে সাফিয়াকে বরিশালে ডাকে সাইফ। এতে সাড়া দিয়ে নিখোঁজ হয় সাফিয়া। পরে স্পষ্ট হয়, প্রেমের পর বিয়ের প্রলোভনে সাফিয়াকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যুক্ত করাই ছিল সাইফের মূল লক্ষ্য।
Advertisement
সোমবার দিবাগত রাতে বরিশালের একটি মাদরাসায় অভিযান চালিয়ে সাফিয়াকে উদ্ধার করে এবং জান্নাতুল নাঈমা (২২) নামে এক নারী জঙ্গিকে আটক করে র্যাব। পরে মঙ্গলবার সকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকা থেকে আফজাল হোসেনকে (২৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করে র্যাব। তাদের আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক লে. কর্নেল এমরানুল হাসান।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল এমরানুল হাসান বলেন, গত ২৬ জুন চট্টগ্রাম থেকে বিবিএ শিক্ষার্থী সাফিয়া নিখোঁজ হন। এ ঘটনার ছায়া তদন্তের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বরিশালের একটি মাদরাসা থেকে সাফিয়াকে উদ্ধার করা হয়। এ সময় আনসার আল ইসলামের নারী সদস্য নাঈমাকে আটক করে র্যাব।
আরও পড়ুন > প্রেম-বিয়ের ফাঁদে জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্তি, গ্রেফতার ২
Advertisement
ঘটনার বিবরণ দিতে গিয়ে লে. কর্নেল এমরানুল হাসান বলেন, সাফিয়ার সঙ্গে ফেসবুকে নাঈমাসহ বেশ কয়েকজন মেয়ের পরিচয় হয়। সেখানে একটি গ্রুপে নাঈমার ফেসবুক বন্ধু বরিশালের সাইফের সঙ্গে কয়েকজনের প্ররোচনায় পরিচয় ও ভালো সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে সাফিয়াকে বিয়ের প্রস্তাব দেয় সাইফ। প্রস্তাবে সাড়া দিয়ে গত ২৬ জুন নাঈমার সঙ্গে বরিশালের উদ্দেশ্যে ঘর ছাড়েন সাফিয়া। বরিশাল পৌঁছানোর পর প্রেমিক সাইফ তাকে একটি মাদরাসায় ভর্তি করিয়ে কালক্ষেপণ করতে থাকে। মাদরাসায় অবস্থানের সময় জঙ্গিবাদে প্রলুব্ধ করতে থাকে তাকে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, নাঈমা চট্টগ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী। সে ফেসবুকের একটি গ্রুপে বিভিন্ন নারী সদস্যের মাধ্যমে প্ররোচিত হয়ে আনসার আল ইসলামে যোগ দেয়। সে জঙ্গি সংগঠনটির মহিলা সদস্য বাড়াতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ইতোমধ্যে সে বেশ কয়েকজন নারীকে সংগঠনে অন্তর্ভুক্ত করেছে। বিয়ে করার জন্য সাফিয়ার ওপর কুরআন হিফজ করার শর্ত জুড়ে দেয় সাইফ। এরপর পূর্বপরিকল্পনা ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সাফিয়াকে বরিশাল নিয়ে যায়। নিজের বোন পরিচয় দিয়ে একটি মাদরাসায় সাফিয়াকে ভর্তিও করায় নাঈমা।
তিনি আরও জানান, অপর আটক আফজাল হোসেন দীর্ঘদিন ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। সে বর্তমানে রাজধানী ঢাকার নিকটস্থ একটি এলাকার স্থানীয় সংগঠক। সংগঠনের নির্দেশনা অনুসারে নারী সদস্যদের দলে অন্তর্ভুক্তিসহ নাশকতার পরিকল্পনা করছিল আফজাল।
আটকদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। আনসার আল ইসলামের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্তির এ প্রক্রিয়ায় জড়িত সাইফসহ অন্য পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Advertisement
জেইউ/এমএসএইচ/এমএস