বান্দরবানের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরিয়ে আনার জন্য অভিযান চালিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
Advertisement
সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা জেলা প্রশাসক সদরের ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটা, লাঙ্গীপাড়া, বড়ুয়ার টেক, হাফেজঘোনাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে আসার জন্য আহ্বান জানান।
জেলা প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরা পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের সরে যেতে মাইকিং করে।
Advertisement
অভিযানের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, রেড ক্রিসেন্টের সেক্রেটারি এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, য়ইসা প্রু মারমাসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন থেকে খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র। টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ের কোথাও কোথাও মাটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধের কথা জানা গেলেও জেলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সৈকত দাশ/এমবিআর/এমএস
Advertisement