ভৈরবের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় পোলট্রি ব্যবসায়ী জুয়েল মিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত চিকিৎসক কামরুজ্জামান আজাদের জামিন হয়েছে। রোববার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এ চিকিৎসকের জামিন মঞ্জুর করেছেন।
Advertisement
আসামি পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস ও মোস্তাফা জামান রোববার অভিযুক্ত চিকিৎসক কামরুজ্জামান আজাদের জামিন আবেদন করেন। শুনানির সময় কোর্ট পরিদর্শক মো. আমিনুল ইসলাম জামিনের বিরোধিতা করলেও চিকিৎসককে জামিন দেন আদালত।
কোর্ট পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, এ মামলার ধারা ছিল ৩০৪(ক)/৩৪। আইনের এ ধারাটি জামিনযোগ্য। আমি জামিনের বিরোধিতা করলেও আইনের ধারায় চিকিৎসককে জামিন দিয়েছেন বিচারক।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ভৈরবের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসক কামরুজ্জামান আজাদের ভুল চিকিৎসায় পোলট্রি ব্যবসায়ী জুয়েল মিয়ার মৃত্যু হয়।
Advertisement
পরে মৃতের স্বজনরা অভিযোগ করলে চিকিৎসক কামরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার মৃতের ভাই মো. কামাল মিয়া দুই চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন। ওই দিনই গ্রেফতার চিকিৎসক কামরুজ্জামানকে কিশোরগঞ্জ কারাগারে পাঠায় পুলিশ।
আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর