জাতীয়

বাম জোটের হরতালে সাড়া নেই চট্টগ্রামে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে। রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়, চলবে বেলা ২টা পর্যন্ত। হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-সমাবেশ এমনকি পাওয়া যায়নি পিকেটিংয়ের খবরও।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে। টিপটিপ বৃষ্টির মাঝেই নগরবাসী বেড়িয়েছেন যার যার গন্তব্যে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহন। চট্টগ্রাম বন্দর থেকেও মালামাল পরিবহন স্বাভাবিক আছে। সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। দূরপাল্লার যানবাহন চলাচলেও হরতালের কোনো প্রভাব নেই। রাস্তায় বেরিয়ে পড়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানিয়েছেন, তাদের জানাই নেই আজকে হরতাল।

হরতালকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এসআর/জেআইএম

Advertisement