জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে (র্যাগ-৪১) বাংলা বিভাগের আরমান খান যুব ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য সর্বোচ্চ ভোট পেয়ে রাজা-রাণী নির্বাচিত হয়েছেন।
Advertisement
শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রাণী পদে মোট ভোট পড়েছে ১২০৮।
এতে ৬৪১ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন যুব। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিয়াম পেয়েছেন ৫৬২ ভোট। অন্যদিকে ৬২৮ ভোট পেয়ে রাণী নির্বাচিত হয়েছেন শ্যামা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নোভা পেয়েছেন ৫৮০ ভোট।
Advertisement
র্যাগ-৪১ এর আয়োজকরা জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে র্যাগ উৎসব অনুষ্ঠানের সর্বাত্মক চেষ্টা চলছে।
হাফিজুর রহমান/এএইচ