রাজনীতি

হরতালের সমর্থনে শুক্রবার পাড়া-মহল্লায় মিছিল

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই ডাকা হরতালের সমর্থনে ঢাকা মহানগরের পাড়া-মহল্লায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হবে কাল (শুক্রবার)। এদিকে হরতাল সফল করতে আজ (বৃহস্পতিবার) পদযাত্রা করেছেন বাম জোটের নেতাকর্মীরা।

Advertisement

এছাড়া বাম জোটের পদযাত্রা ও হরতালের দাবির প্রতি পরিবহন শ্রমিক নেতাদের নৈতিক সমর্থন চাইলে তারা নৈতিক সমর্থন দেন। বৃহস্পতিবার কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী অভিমুখে পদযাত্রা করেন বাম জোটের নেতাকর্মীরা।

জোটের শরিকরা হরতালের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড, ফেস্টুন ব্যানার ও লিফলেট নিয়ে পদযাত্রায় অংশ নিতে জনগণকে আহ্বান জানান। প্রেস ক্লাবে আসার আগে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক এলাকায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা হরতালের পক্ষে প্রচারণা চালান।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। পদযাত্রার শুরুতে প্রেস ক্লাবে উদ্বোধনী বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু। গাবতলী পর্যন্ত পদযাত্রা শেষ করে সমাপনীতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন।

Advertisement

পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময়

এদিকে বৃহস্পতিবার সেগুনবাগিচার স্বাধীনতা হলে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, গণসংহতি আন্দোলনের মনিরউদ্দিন পাপ্পু, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নি শিখা জামালী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান খান, সাদিকুর রহমান হিরু, ওসমান আলী, শিমুল বিশ্বাস, মোতাহার হোসেন প্রমুখ।

এফএইচএস/এসএইচএস/পিআর

Advertisement