অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় রাজধানীর জিগাতলার ওয়ান স্টার ব্রেড এন্ড ফুড এবং ঢাকা মডার্ন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
Advertisement
ধামনন্ডি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এস, এম, ইসহাক আলী জানান, বৃহস্পতিবার (৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে এবং এপিবিএন এর সহযোগিতায় মহানগরীর ধামনন্ডি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বিস্কুট, পাউরুটি, কেক পণ্যে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় জিগাতলা এলাকার ওয়ান স্টার ব্রেড এন্ড ফুডকে এবং ঢাকা মডার্ন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে প্রতিষ্ঠানসমূহকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
এমইউএইচ/এসএইচএস/পিআর