আইন-আদালত

দেশের জেলা সদরে সরকারি হাসপাতালে আইসিইউ ২৫৬, সিসিইউ ৪২৩টি

দেশের জেলা সদরের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড আছে মাত্র ২৫৬টি, আর সিসিইউ ৪২৩টি। তবে, জেলা হাসপাতালে নেই কোনো আইসিইউ ইউনিট।

Advertisement

বুধবার (২৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা এ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন দাখিলের পর সারা দেশের সদর হাসপাতালগুলোতে ৩০ বেডের আইসিইউ/সিসিউ ইউনিট স্থাপনের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ (২৬ জুন) এ আদেশ দেন।

Advertisement

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মনির হোসেন কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।

এফএইচ/এমএমজেড/জেআইএম