খেলাধুলা

বিশ্বকাপে ফিঞ্চ-ওয়ার্নার জুটিতে রেকর্ড

বিশ্বকাপ শুরুর আগে ওপেনিং জুটি নিয়ে দোটানায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া! কেননা সর্বশেষ ভারত ও পাকিস্তান সিরিজে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত খেলেছিলেন অ্যারোন ফিঞ্চ এবং উসমান খাজা। তার ওপর বল টেম্পারিংয়ের কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ডেভিড ওয়ার্নার।

Advertisement

তবে দ্বিধা কাটিয়ে শেষ পর্যন্ত পুরনো জুটি অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উপরই ভরসা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলও হাতেনাতে পেয়েছে তারা। কেননা বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে পরপর পাঁচবার ৫০ প্লাস রানের জুটি গড়ে রেকর্ড গড়েন এই দুই অসি ব্যাটসম্যান।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন অ্যারোন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৯৬ রানের জুটি উপহার দেন এই দুই ব্যাটসম্যান। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে বড় স্কোর করতে না পারলেও তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দু’জনে মিলে ৬১ রান করেন।

পঞ্চাশোর্ধ রান করার ধারাবাহিকতা পরের চার ম্যাচেও অব্যাহত রাখেন ওয়ার্নার ও ফিঞ্চ। চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দু’জনে মিলে ১৪৬ রান করেন এবং পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের জুটি গড়েন তারা।

Advertisement

ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১২১ রান করে আবারো শতরানের জুটি গড়েন ওয়ার্নার-ফিঞ্চ। এবং সপ্তম ম্যাচে লর্ডসে আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের জুটি গড়েন তারা। এর ফলে বিশ্বকাপে টানা পাঁচবার পঞ্চশোর্ধ রান ও টানা দুই বার শতরানের পার্টনারশিপ করেন এই দুই ব্যাটসম্যান।

বিশ্বকাপে এর আগে উদ্বোধনী জুটিতে চারবার টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। জুটি গুলো হলো- ইংল্যান্ডের ক্রিস তাবারে-গ্রায়েম ফ্লোয়ার (১৯৮৩), অস্ট্রেলিয়ার ডেভিড বুন-জিওফ মার্শ (১৯৮৭), পাকিস্তানের আমির সোহেল-সাঈদ আনোয়ার (১৯৯৬) এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন (২০০৩ ও ২০০৭)।

এএইচএস/আইএইচএস/পিআর

Advertisement