আলোচিত সাত খুনের মামলায় গ্রেফতার র্যাব সদস্য রুহুল আমিনকে তৃতীয় দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।সোমবার দুপুরে আদালত এ আদেশ দেন।এর আগে, ১৫ অক্টোবর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপন তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদস্য রুহুল আমিনের বিরুদ্ধে তৃতীয় দফায় রিমান্ড আবেদন করেন।সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা মামলায় দ্বিতীয় দফায় রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
Advertisement