জাতীয়

হিসাব গুলিয়ে দিচ্ছে গলায় প্যাঁচানো রশি

চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানার অদূরে শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ড ভ্যান। গাড়িটির ভেতরেই রয়েছে চালকের লাশ। গলা রশি দিয়ে প্যাঁচানো। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হিসাব গুলিয়ে দিচ্ছে গলায় প্যাঁচানো রশি।

Advertisement

নিহত ওই চালকের নাম রাকিবুল ইসলাম রাকিব (৩০)। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জাগো নিউজকে বলেন, ‘শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো একটি কাভার্ড ভ্যানের ভেতরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় চালকের লাশ পাওয়া গেছে। লাশ দেখে মনে হচ্ছে, গত রাতের (২৪ জুন) কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় যেহেতু রশির প্যাঁচ আছে, তাই এটি আত্মহত্যা কিনা-সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখন পর্যন্ত চালকের সহকারীকে পাওয়া যায়নি। কাভার্ড ভ্যানে কোনো মালামাল ছিল কিনা, কোনো মালামাল খোয়া গেছে কিনা সেটাও আমরা তদন্ত করছি।’

Advertisement

এসআর/এমকেএইচ