খেলাধুলা

আজ অনুশীলন করবেন মাত্র ৪ ক্রিকেটার!

নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষ হয়েছে ৪৮ ঘণ্টা হয়ে গেল। এদিকে গতকালই (শুক্রবার) পরের ম্যাচের ভেন্যু সাউদাম্পটনের উদ্দেশে নটিংহ্যাম ছাড়ে টাইগাররা। টিম বাসে প্রায় ৫ ঘণ্টার সফর শেষে গন্তব্যস্থলে পৌঁছায় মাশরাফিরা।

Advertisement

গতকাল তাই প্র্যাকটিস করার প্রশ্নই ওঠে না। ভাবা হয়েছিল আজ হয়তো পুরোদস্তুর প্র্যাকটিস চলবে মাশরাফি, সাকিব, তামিমদের। কিন্তু গতকাল বিকেলেই মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়ে দেন, ২২ জুন (শনিবার) প্র্যাকটিস আছে, তবে ঐচ্ছিক।

সূচিতে টিম বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন রাখার কারণও জানা গেছে। কেন পুরো দল প্র্যাকটিস করবে না সেটাও! শুধু ভ্রমণ ক্লান্তি নয়, জেনে-বুঝেই পুরো দলের প্র্যাকটিস সেশন রাখা হয়নি। কারণ আজ সাউদাম্পটনের রোজ বোলে ভারত আর আফগানিস্তান ম্যাচ। একই ভেন্যুতে তাই বাংলাদেশের অনুশীলনের সুযোগ বা সম্ভাবনা কোনোটিই নেই।

এদিকে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আজ ঐচ্ছিক অনুশীলনে খুব কম ক্রিকেটার যাবেন। সংখ্যায় তা চার-পাঁচজনের বেশি হবে না। তবে আগামীকাল টাইগাররা পুরোদস্তুর প্র্যাকটিস করবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ জুন (সোমবার) আফগানিস্তানের বিপক্ষে।

এআরবি/এসএস/এমএস