চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন।
Advertisement
রিমান্ডপ্রাপ্ত সিদ্দিকুর রহমান নগর পুলিশের ট্রাফিক বিভাগের টাউন উপ-পরিদর্শক (টিএসআই) হিসেবে বন্দর জোনে কর্মরত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান, ইয়াবাসহ গ্রেফতার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকা এবং মোটরসাইকেলসহ গ্রেফতার করে র্যাব ও কাউন্টার টেররিজম ইউনিট।
Advertisement
আবু আজাদ/এমআরএম/জেআইএম