দীর্ঘ ১৩ বছর পর সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
Advertisement
শনিবার বিকেলে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জেলা যুবলীগের ১২টি ইউনিটের ৩৭১ জন ভোটারের মধ্যে ৩৩২জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ২১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক এমদাদ পেয়েছেন ১১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. একরামুল হক ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ১৪৭ ভোট।
এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোহাম্মদ নাসিম এমপি। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
Advertisement
এছাড়াও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল কুমার দাস, মহিলা আওয়ামী লীগের নেত্রী ড. জান্নাত আরা হেনরী প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ/এমকেএইচ
Advertisement