নাটোরের বাগাতিপাড়ায় নতুন রাস্তার বিল পেতে রাস্তা খুঁড়ে যান চলাচল বন্ধ করেছেন এক ইউপি সদস্য। মঙ্গলবার এমন কাণ্ড করেছেন উপজেলার পাঁকা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য বাদশা।
Advertisement
স্থানীয়রা জানায়, ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের আওতায় চকগোয়াস কুলপাড়ায় ৬০ মিটার রাস্তার কাজ করেন ইউপি সদস্য বাদশা। রাস্তার কাজ শেষ হলেও চূড়ান্ত পরিদর্শনের অপেক্ষায় আছে রাস্তাটি। আর চূড়ান্ত পরিদর্শন শেষ হলে বিল উত্তোলন করতে পারবেন ওই ইউপি সদস্য। কিন্তু এরই মধ্যে ওই রাস্তায় ভারী মালামাল বহনকারী গাড়ি যাতায়াত করায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এমন পরিস্থিতিতে পরিদর্শনে এলে সঠিক বিল উত্তোলন করতে পারবে না এমন দাবি ইউপি সদস্যের।
আর এমন ধারণা থেকেই যান চলাচল বন্ধ করতে নতুন রাস্তার শেষ দিকে কর্মসূচির ৪ জনকে দিয়ে রাস্তা খুঁড়ে প্রায় তিন ফুট গভীর গর্ত করেছেন তিনি। বিষয়টি স্বীকারও করেছেন ইউপি সদস্য বদশা।
রাস্তায় এমন গর্ত তৈরি করায় হেঁটে ছাড়া যাতায়াতের কোনো উপায় নেয়। ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ইউপি সদস্যের এমন কাণ্ডে হতবাক হয়েছেন তারা।
Advertisement
রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম