দেশজুড়ে

ফেটে গেল চলন্ত বাসের চাকা, প্রাণ গেল চালকের

বগুড়ার শেরপুর উপজেলায় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপু এন্টারপ্রাইজ এবং শেরপুর থেকে আসা বগুড়াগামী করতোয়া বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

এতে করতোয়া বাসের চালক শহীদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ সময় আরও ২০ জন আহত হয়েছেন। নিহত শহীদুল ইসলাম শেরপুর উপজেলার কাফুরা গ্রামের মহির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর গবাদি ও প্রাণি উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের ওসি হুমায়ুন কবীর বলেন, অপু এন্টারপ্রাইজের বাসটি ওই এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময় করতোয়া বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি উল্টে করতোয়া বাসের চালক শহীদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। অপু এন্টারপ্রাইজের বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন।

Advertisement

এএম/পিআর