জাতীয়

শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

এখন থেকে শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বিদ্যমান কাঠামোতে ছিলো ৮০ শতাংশ।সোমবার নতুন বেতন কাঠামো অনুমোদনের মাধ্যমে এ পেনশন পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বলেন, বর্তমান বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতনের ৮০ শতাংশ পেনশন হিসেবে পেয়ে থাকেন। কিন্তু নতুন বেতন কাঠামো অনুযায়ী এটি শতভাগ করার অনুমোদন দেওয়া হয়েছে।তিনি বলেন, পেনশনের অর্ধেক টাকা এক কিস্তিতে আর বাকি টাকা সমন্বয় করে পাবেন সরকারি চাকরিজীবীরা।সচিব আরো বলেন, শুধু বাড়ি ভাড়া নির্ধারিত হারে থাকবে। কিন্তু অন্য সব বিশেষ ভাতা নির্ধারিত অংকে ধার্য করা হবে।# কোন গ্রেডে কত বেতন# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারীএসএ/একে/পিআর

Advertisement