দেশজুড়ে

পাটুরিয়া ঘাটে ভোগাচ্ছে বৃষ্টি

ঈদযাত্রার পঞ্চম দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ রয়েছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। একই কারণে ফেরির লোড আনলোড ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে।

Advertisement

বিআইডব্লিউটিসি ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলের দিকে ঘাট ফাঁকা হয়ে গেলেও মধ্যরাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি প্রায় ৫ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

সকালের দিকে যানবাহনের দীর্ঘসারি কমে এলেও দফায় দফায় বৃষ্টির কারণে ফেরির লোড আনলোডে সমস্যা হয়। এ কারণে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের এজিএম মো. জিল্লুর রহমান জানান, বুধবার ঈদ হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে মানুষ। এ কারণে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে।

Advertisement

তবে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। দুপুরের পর থেকে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সকাল থেকেই ফেরি ও লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসব যাত্রীরা বৃষ্টিতে ভিজেই লঞ্চ ও ফেরি পার হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চের চেয়ে ফেরিতেই যাত্রী পার হচ্ছে বেশি।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

Advertisement