খেলাধুলা

বিশ্বকাপের প্রথম পর্বেই বাদ পড়বে ভারত!

চলতি বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে সমান ফেবারিট ধরা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সই মূলত দিয়েছে এ তকমা।

Advertisement

কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক ওয়াহ মানছেন ভিন্ন কথা। তার মতে শিরোপা দূরে থাক, এখনো পর্যন্ত সেমিফাইনাল খেলাই নিশ্চিত নয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের।

আরেক সাবেক ক্রিকেটার, কিউই কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালামের করা ভবিষ্যদ্বাণীর প্রেক্ষিতে এ কথা বলেছেন ওয়াহ। নিজের ভবিষ্যদ্বাণীতে প্রথম পর্বের ম্যাচগুলোতে ভারতের পক্ষে ইংল্যান্ডের সমান ৮ জয়ের কথা উল্লেখ করেছেন ম্যাককালাম।

পুরো বিশ্বকাপের সবগুলো ম্যাচের প্রেডিকশন জানিয়ে করা পোস্টে ম্যাককালাম লিখেন, ‘বিশ্বকাপের সবগুলো ম্যাচের প্রেডিকশন। সেমিফাইনালের চার নম্বর জায়গার জন্য লড়বে ৪টি দল। ভালো নেট রানরেট থাকা দল সামনে যাবে। বৃষ্টি এবং ভাগ্যও বড় ফ্যাক্টর হবে। আশা করি নিউজিল্যান্ডের পক্ষেই আসবে সেটি। আপাতত ৬ সপ্তাহ ক্রিকেটীয় উত্তেজনা উপভোগ করি।’

Advertisement

এতে আবার আপত্তি জানান ওয়াহ। ম্যাককালামের এ পোস্টের প্রতিউত্তরে তিনি লিখেছেন, ‘ভালো লিখেছো ব্রেন্ডন। তবে আমি মনে করি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। তবে ভারতের কথা এখনো নিশ্চিতভাবে বলা যায় না। কারণ তাদের প্রস্তুতি সেভাবে হয়নি এবং মিডলঅর্ডারও শক্ত নয়। তারা কোহলি এবং বুমরাহর ওপর অনেকাংশে নির্ভরশীল।’

এসএএস