কথায় কথায় মামলা দেয়া সরকারের রোগ বা বাতিক- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারের মামলার কারণে আমাদের দলে ফাঁকিবাজ নেতা তৈরি হয়েছে।’
Advertisement
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল এ আলোচনা সভার আয়োজন করে। দলের নির্বাচিতদের সংসদে যাওয়ার চাপের চেয়ে তাদের লোভ বেশি ছিল উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি পার্লামেন্টে যাবে না, আবার পার্লামেন্টে গেলাম কেনো? এখান থেকে বুঝতে হবে আমাদের প্রতিশ্রুতির অভাব আছে। আমরা অবাধ্যকে বাধ্য করতে পারি না। কারণ তাদের দলের প্রতি রাজনীতির প্রতি কোনো প্রতিশ্রুতি নেই। এই ৫টা লোককে আমরা যদি বাধ্য করতে পারতাম তাহলে আজকে আপনাদের এই দুঃখটা থাকতো না। মানুষের কাছেও আজকে জবাব দিতে হতো না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আইন আছে আইনের প্রয়োগ নাই। বিচার বিভাগ যদি স্বাধীন হতো বিবেকতাড়িত হতো খালেদা জিয়াকে ১৪ মাস না ১৪ দিনেও জেলে রাখতে পারতো না। আমি ধরে নিলাম উনার সাজা হয়েছে। এরকম সাজাপ্রাপ্ত লোকের সংখ্যা বাংলাদেশে শত শত হাজার হাজার। তারা জামিনে মুক্ত, কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না কেনো?
Advertisement
গয়েশ্বর আরো বলেন, ‘ভোগবাদিতা চরম হওয়ায় দুর্ভোগও চরম। ভোগবিলাসিতার জন্য জাতি দুর্ভোগ করছে। ফুলবাগানে যদি ঘাস ও ফুল সমান থাকে। তাহলে ফুলের সুবাস পাওয়া যায় না। এখন যে সংকট তো গোটা জাতির সংকট। জনগণ তাদের সংকট নিরসনে মাঠে নামবে। জনগণের পাশে থাকার চিন্তাটা দলের থাকা উচিৎ।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনে রক্ত দেয়ার আগে রেডক্রিসেন্টে রক্ত দেয়ার অভ্যাস করেন। নেতৃত্বের দুর্বলতা হলে বহু লোকের নেতৃত্ব আসে। যখন নেতার সংখ্যা বাড়ে তখন নেতৃত্বের প্রতিযোগিতা সুষ্ঠু হয় না। ছোট দলের বড় নেতা নয়, বড় দলের ছোট নেতা হয়েও লাভ আছে। সরকারের রোগ বা বাতিক কথায় কথায় মামলা দেয়া। সরকারের মামলার কারণে আমাদের দলে ফাঁকিবাজ নেতা তৈরি হয়েছে।’
জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির খোকন, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।
কেএইচ/এনএফ/পিআর
Advertisement