চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কামালবাজার এলাকায় অনুমোদিত খাবার রঙের পরিবর্তে কম দামী কারখানার রঙ ব্যবহার করে মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
সোমবার (২৭ মে) অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তাকে অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক প্রিয়াংকা দত্ত ও সহকারী পরিচালক নাসরিন আক্তার সহায়তা করেন।
অভিযান শেষে প্রিয়াংকা দত্ত জাগো নিউজকে বলেন, মানুষের দেহের জন্য ক্ষতিকর কম দামী কারখানার রঙ ব্যবহার করে মিষ্টি ও মিষ্টি জাতীয় পণ্য তৈরির দায়ে চৌধুরী মিষ্টি ভাণ্ডারকে ৭০ হাজার টাকা এবং নূপুর মিষ্টি বিতানকে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
একই অভিযানে কাপ্তাই রাস্তার মাথা এলাকার জীবিয়া স্টোরকে খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি মূল্যের স্টিকার বসানোর অপরাধে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রয় ও সংরক্ষণ করায় ফুলকলিকে ১৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় বায়েজিদ থানার কামাল স্টোরকে ১ হাজার টাকা ও দুটি সবজি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
আরএস/এমএস